Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মনির হোসেন মার্চ ১৪, ২০২৩, ১২:০১ এএম রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর আওতাধীন বাড্ডা থানার অন্তর্গত ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও ৯৭ নং ওয়ার্ড, ভাটারা থানার অন্তর্গত ৩৯ ও ৪০ নং ওয়ার্ড, রামপুরা থানার অন্তর্গত ২৩ ও ৯৮ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বাড্ডা থানাধীন সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
এসময় কেন্দ্রীয়, মহানগর উত্তর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Side banner