Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

রাজধানীর মগবাজারে রেস্তোরাঁয় আগুন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:০৯ এএম রাজধানীর মগবাজারে রেস্তোরাঁয় আগুন

রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এই সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তবে আগুনটি ছিল মূলত কিসপি রেস্টুরেন্ট নামের একটি রেস্তোরাঁর ফলস সিলিংয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন। তিনি বলেন, আগুনটি ছিল মূলত কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে। একদম ছোট আগুন ছিল, আমাদের দুটি ইউনিট কাজ করে ১২টা ৫১ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করে।
তিনি আরও বলেন, আমাদের কাছে প্রথম মেসেজ এসেছিল তাকওয়া হাসপাতাল থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে ছোট একটা আগুন।

Side banner