সংযুক্ত আরব আমিরাতে লটারিতে রাতারাতি লাখপতি বনে গেছেন মোহাম্মদ মামুনুর রহমান নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক। তিনি দীর্ঘ ২৮ বছর ধরে আমিরাতে রয়েছেন। সেখানে প্লাস্টারের কাজ করেন মামুন।
৫৩ বছর বয়সী এ বাংলাদেশি আবুধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ৫০ হাজার দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকা। গত তিন বছর ধরে তিনি লটারির টিকিট কিনছিলেন। চলতি মাসের সাপ্তাহিক ই-ড্রতে তিনি ৫০ হাজার দিরহাম জেতেন।
মামুন বলেছেন, আমি যখন বিজয়ী হওয়ার কল পেলাম। আমি পুরোপুরি অবাক হই।
এই ৫০ হাজার দিরহাম দিয়ে কি করবেন সেটি এখনো ঠিক করেননি মামুন। তবে তিনি আবুধাবি বিগ টিকিটের লটারির টিকিট কেনা অব্যাহত রাখবেন।
আবুধাবি বিগ টিকিটে প্রতি সপ্তাহে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রত্যেককেই দেওয়া হয় ৫০ হাজার দিরহাম।
যারা সেপ্টম্বর মাসে টিকিট কিনছেন তাদের মধ্যে একজন ২০ লাখ দিরহাম জেতার সুযোগ পাবেন। আগামী ৩ অক্টোবর এ ড্র হবে।
সূত্র: গালফ নিউজ
আপনার মতামত লিখুন :