Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আটলান্টার দারুণ জয় 


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:৫২ পিএম সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আটলান্টার দারুণ জয় 

সিপিএলে এলিমিনেটর থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসানের দল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এরপরই মাইনর লিগ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব। যেখানে প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আটলান্টাকে জয় এনে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে আগে ব্যাট করতে নেমে মরিসভিলে র‌্যাপটরসকে ১৮১ রানের লক্ষ্য দেয় আটলান্টা ফায়ার। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান তুলতে পারে মরিসভিলে। 
এই ম্যাচে আটলান্টার হয়ে খেলতে নেমে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। এই বাংলাদেশি ব্যাটার ব্যাট হাতে ১৭ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর ২ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
আটলান্টা বড় স্কোর পায় স্টিভেন টেইলরের দারুণ ব্যাটিংয়ে। ৬২ বলে ১২ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটার। তার ইনিংসে একটি চারো ছিল না। 
আটলান্টার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করার পথে সাকিব ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান। এছাড়া জাহমার নেভিল হ্যামিল্টন ২০ বলে ১৯ ও সাগর প্যাটেল ৯ বলে ১২ রান করেন।

Side banner