ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২০টি পূজামণ্ডপে শারদীয় এই দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করতে রবিবার ২৮ অক্টোবর/২৪ সকাল ১১:০০ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলা পুলিশের সকল ইউনিট, স্থানীয় জনপ্রতিনিধিগণ, হরিপুর উপজেলা প্রশাসন, উপজেলা আনসার ভিডিপি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট একযোগে 'টিম হরিপুর' হিসেবে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।
হরিপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন সুষ্ঠুভাবে পূজা পালনের জন্য শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা, নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান আরোও বলেন, পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনিক ভাবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে । তবে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
সকলের সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমে হরিপুর "শারদীয় দুর্গাপূজা" শান্তিপূর্ণভাবে উপভোগ করার জন্য হরিপুরবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।
আপনার মতামত লিখুন :