নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী ও গয়াবাড়ী ইউনিয়নসহ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দুটিতে আনারস প্রতীক নিয়ে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও পরে নানান প্রক্রিয়া শেষে রাত ৯ টার পর এই চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। বিজয়ীদের মধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৫ শত ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম লিথন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৬৮ ভোট। এই ইউনিয়নে বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৭৩টি। টেপাখড়িবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৯ শত ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ময়নুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৯৩ ভোট। ইউনিয়নটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৬ শত ৮০ ভোট। এই ইউনিয়নে বাতিলকৃত ভোটের সংখ্যা ১ শত ৩৭টি। অপরদিকে গয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শরিফ ইবনে ফয়সাল মুন আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫ শত ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। এখানে বাতিলকৃত ভোটের সংখ্যা ২ শত ৭৫ টি। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৪ শত ৯৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৩ শত ৮০ জন ও মহিলা ভোটার রয়েছেন ২৫ হাজার ১শত ১৭ জন। এই তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিষয়টি নিশ্চিত করে ফলাফল ঘোষণা করে নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের হাতে ফলাফলের কাগজ তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও তিন ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :