Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
রাষ্ট্রপতি পুলিশ পদক পাওয়ায়

রতন শেখকে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা


দৈনিক পরিবার | রুবেল আহমেদ মার্চ ৬, ২০২৪, ১১:০৬ পিএম রতন শেখকে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা

পুলিশ বাহিনীতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এবং কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদেেক (পিপিএম-সেবা) ভূষিত হওয়ায় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইউনিট ইনচার্জ ইন্সপেক্টর মো. রতন শেখকে জাফলং গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাহসিনা আঞ্জুমান আলভীর সঞ্চালনায় বিদ্যালয় হল রুমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইউনিট ইনচার্জ ইন্সপেক্টর মো. রতন শেখ পিপিএম।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক সরকার, বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসিমা বেগমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইউনিট ইনচার্জ মো. রতন শেখকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

Side banner