Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
৪ জনের মৃত্যুদণ্ড

অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা


দৈনিক পরিবার | মুন্সিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:১৯ পিএম অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছিনতাইয়ের জন্য অটোচালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। এ ছাড়া ওই মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল ইসলাম নয়ন (৩৩), মোহাম্মদ রাসেল (২৮), আকরাম মোল্লা (২৫) ও হাসান শেখ (২৫)। এছাড়া তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু।
তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচারকার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

Side banner