Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

রূপবান খ্যাত নায়িকা সুজাতার জন্মদিন আজ


দৈনিক পরিবার | রবিউল ইসলাম রাজ আগস্ট ১১, ২০২৫, ১২:১৮ পিএম রূপবান খ্যাত নায়িকা সুজাতার জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের রূপবান খ্যাত নায়িকা সুজাতার জন্মদিন আজ। ১৯৪৭ সালের ১০ আগস্ট কুষ্টিয়া জেলার এক হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল তন্দ্রা মজুমদার।
১৯৬০ সালে হিন্দু মুসলিম দাঙ্গার সময় কুষ্টিয়া থেকে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে থিয়েটার এবং মঞ্চ নাটকে অভিনয় করেন। তারপর তিনি ১৯৬২ সালে ওয়াইদুল হক পরিচালিত “দুই দিগন্ত” ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করেন। 
১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত “ধারাপাত” ছবিতে সহ নায়িকা চরিত্রে অভিনয় করেন। আর তখনই পরিচালক সালাউদ্দিন তার নাম তন্দ্রা মজুমদার পরিবর্তন করে সুজাতা রাখেন। 
সুজাতা ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত “মেঘ ভাঙ্গা রোদ” ছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন। এই ছবির আগেই প্রধান নায়িকা হিসেবে “রূপবান” ছবিটি মুক্তি পায়। ছবিটি ১৯৬৫ সালে মুক্তি পেলে সমগ্র পাকিস্তানে একটি হৈ চৈ পড়ে যায়। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি, একে একে বহু ছবিতে অভিনয় করেন সুজাতা। 
১৯৬৭ সালে “ডাকবাবু” ছবিতে স্যুটিং করতে করতে নায়ক আজিমকে বিয়ে করেন। পরে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হন নায়িকা সুজাতা।

Side banner