মহানায়ক মান্নার জীবনের একটি স্মরণীয় সিনেমা “কাসেম মালার প্রেম”। এটি মান্নার জীবনের গল্প ঘুরিয়ে দেয়ার সিনেমা, একক নায়ক হিসেবে প্রথম সুপার ডুপার হিট সিনেমা। চিত্রনায়িকা চম্পার সাথে জুটি বেঁধে প্রথম সিনেমা। যদিও এই সিনেমায় প্রথমে ইলিয়াস কাঞ্চন নায়ক হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে সিনেমাটি ইলিয়াস কাঞ্চন ছেড়ে দেন।
পরে ইলিয়াছ কাঞ্চনের পরামর্শেই প্রযোজক সিদ্ধান্ত নেন মান্নাকে নিয়ে সিনেমা বানাবেন। যেই কথা সেই কাজ, ইতিহাস সৃষ্টি করলো কাশেম মালার প্রেম। মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৯১ সালের ৮ মার্চ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা আনোয়ার। মান্না চম্পা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেন আনোয়ার হোসেন, শওকত আকবর, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, দিলদার ও নাসির খান।
এই সিনেমা মুক্তির আগে মান্নার ২০টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে সব সিনেমায় সেকেন্ড হিরো হিসেবে ছিলেন। শুধুমাত্র একটি সিনেমা “যন্ত্রণা” প্রধান নায়ক ছিলেন। কিন্তু সেটি সুপারহিট ছিল না।
মহানায়ক মান্না প্রধান নায়ক হিসেবে কাশেম মালার প্রেম দ্বিতীয় সিনেমা। আর দ্বিতীয় সিনেমাতেই বাজিমাত করেন তিনি।
আপনার মতামত লিখুন :