Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়েছেন টুইঙ্কেলও!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৪১ এএম কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়েছেন টুইঙ্কেলও!

ফের আলোচনার কেন্দ্রে এসেছেন বলিউডের অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের জল্পনার মাঝেই উঠে এল নায়িকার প্রাক্তন প্রেমিক প্রসঙ্গ; যেখানে জড়িয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী টুইঙ্কেল খান্নার নামও। 
সম্প্রতি তাদের একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কল দুজনই জানিয়েছেন, তাদের দুজনেরই একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে টুইঙ্কেলকে চুপ করতে বলেন কাজল।
সম্প্রতি তাদের অতিথি-আলাপের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী কৃতি স্যানন। অনুষ্ঠানের একটি পর্বে অতিথিদের বিভিন্ন বিষয়ে নিজেদের সম্মতি বা দ্বিমত জানাতে হয়। এমন একটি বিষয় ছিল- ‘প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।’
এই বিষয়ে কাজল এবং টুইঙ্কেল দুজনই সহমত পোষণ করেন। তবে ভিকি কৌশল ও কৃতি স্যানন এই মতের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। ভিকি বলেন, যদি বন্ধু ও তার প্রাক্তনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং তারা জীবনে এগিয়ে যান, তাহলে প্রাক্তনের সঙ্গে অন্য কারও সম্পর্কে জড়ানোতে সমস্যা কোথায়? সমস্যা হলে বরং বুঝতে হবে, সেই বন্ধু এবং তার প্রাক্তনের মধ্যে সম্পর্ক শেষ হয়নি।
ভিকির এই যুক্তির পরই পরিস্থিতি আরও জমে ওঠে। আলোচনার এই মোড়েই কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু!’ টুইঙ্কেলের এই মন্তব্যে কিছুটা চমকে যান কাজল এবং দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘দয়া করে চুপ করো। একেবারে চুপ!’
যদিও সেই প্রাক্তন প্রেমিক কে, তা প্রকাশ করেননি কাজল বা টুইঙ্কেল কেউই, যদিও নেটিজেনদের মাঝে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। 
তবে, নেটিজেনদের বড় অংশের ধারণা, সেই ব্যক্তিটি হলেন পরিচালক অভিষেক কাপুর। তাদের অনুমান, টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিষেক কাপুর কিছুদিন কাজলের সঙ্গেও সম্পর্কে ছিলেন। তবে এই অনুমান শুধু ভক্তদের জল্পনা, যার কোনো সত্যতা নেই।

Side banner