Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন— ‘ইটস অফিশিয়াল’


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৪৬ এএম অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন— ‘ইটস অফিশিয়াল’

তৃতীয়বারের মতো বিয়েতে বসলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই। 
স্থানীয় সময় শুক্রবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের কুইন্স সিটি ক্লার্ক অফিসে দেখা যাচ্ছে; এতে বোঝা যায়, সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি... চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ। 
পোস্টটিতে দেখা যায়, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি এবং একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।
অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।
জানা যায়, গত মাসেই দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা, যা তাদের প্রেম জল্পনাকে উসকে দিয়েছিল।
অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের সেই দাম্পত্যজীবনের ইতি ঘটে। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

Side banner