হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যশোরের মনিরামপুরে ৯১টি মন্দিরে প্রতিমা তৈরি ও রং এর কাজ শেষ হয়েছে। এখন শুধু কাঙ্খিত সময় আসলেই পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে এমনটাই জানিয়েছেন মনিরামপুর উপজেলা পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল।
আগামী তেইশে আশ্বিন বাংলা, আটই অক্টোবর ইংরেজি মঙ্গলবার শ্রী শ্রী শারদীয় দূর্গা দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে পুঁজা। আর বাংলা সাতাশ এ আশ্বিন, ইংরেজি ১২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের বৃহত ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
মনিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল প্রতিনিধিকে জানান, বন্যার কারণে এবছর মনিরামপুরে একটু কম হচ্ছে। শারদীয় দূর্গাপুজা ৯৩টি মন্দিরে হওয়ার কথাছিল বন্যার কারণে দুইটি কমে গেছে এখন ৯১টি মন্দিরে পুঁজা অনুষ্ঠিত হবে।
কোন মন্দির ঝুঁকিপূর্ণ আছে কিনা বা কোন ধরনের নাশকতা হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মনিরামপুর উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল প্রতিনিধিকে জানিয়েছেন, আমাদের মনিরামপুরে এমন কোন ঝুকি বা নাশকতা কাকে বলে আমরা কোনদিন বোঝা তো দুরের কথা এমনটা অনুভব ও করিনা। আমাদের ধর্মিয় অনুষ্ঠান আমরা হিন্দু মুসলমান সবাই মিলে উপভোগ করি আমাদের কোন রকম সমস্যা হয়নি আশা করি কোন দিন এমনটা হয়তো হবেনা।
কোনা কোলা বাজার পুঁজা মন্দিরে সভাপতি অমর কুন্ডু বলেন, আমদের পুজার জন্য মন্দির প্রস্তুত, কোন রকম সমস্যা আছে কিনা এমন টা জানতে চায়লে সভাপতি বলেন না আমাদের এখানে কোন ধরনের সমস্যা নেই বা কোনদিন কোন ধরনের সমস্যার সৃষ্টি ও হয়নি। আমরা সবাই মিলে মিসে একসাথে বসবাস করি ও সকল ধর্মিয় অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করি সেখানে কোন ধরনের সমস্যা হবে কেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমার এখানে কোন ধরনের সমস্যা নেই।
আপনার মতামত লিখুন :