মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিলকে ‘লাতিন রানী’ বলাই যায়। ১০ আসরের মধ্যে নয়বারই যে তারা চ্যাম্পিয়ন! বাংলাদেশ সময় গতকাল ভোরে একুয়েডরের কুইটোয় অনুষ্ঠিত ফাইনালে ৮ গোলের থ্রিলার শেষে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পায় মার্তার দল।
মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিলকে ‘লাতিন রানী’ বলাই যায়। ১০ আসরের মধ্যে নয়বারই যে তারা চ্যাম্পিয়ন! বাংলাদেশ সময় গতকাল ভোরে একুয়েডরের কুইটোয় অনুষ্ঠিত ফাইনালে ৮ গোলের থ্রিলার শেষে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পায় মার্তার দল।
তিন তিনবার এগিয়ে গিয়েও জিততে পারেনি কলম্বিয়া। প্রথমবার লিন্ডা কাইসেদোর গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। আলোনসো অ্যাঞ্জেলিনা প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে ব্রাজিলের হয়ে সমতা আনেন। কারেন তারসিয়ানের আত্মঘাতী গোলে ৬৯ মিনিটে আবার এগিয়ে যায় কলম্বিয়া। আমান্দা গুতেরেজ ৮০ মিনিটে ২-২ করেন। ৮৮ মিনিটে তাতিয়ানা রামিরেজের গোলে আবার এগিয়ে যায় কলম্বিয়া (৩-২)। এবার ত্রাতা হলেন ৩৯ বছর বয়সী মার্তা। ৮২ মিনিটে জিও গারবেলিনির বদলি হিসেবে নামা মার্তা যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান (৩-৩)।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে সেই মার্তার গোলে এগিয়ে যায় ব্রাজিল। অ্যাঞ্জেলিনার পাসে খুব কাছ থেকে নেয়া শটে গোল করেন ছয়বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। ১০ মিনিট পর ফ্রি-কিকের গোলে কলম্বিয়াকে সমতায় ফেরান মারিয়া স্যান্টোস হেরেয়া (৪-৪)। এরপর দুই দলকে আর আলাদা করা যায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। অ্যাঞ্জেলিনা ও মার্তা পেনাল্টি শট মিস করলেও শেষ পর্যন্ত জিতে যায় ব্রাজিলই।
১৯৯১ সালে শুরু হওয়া কোপায় এবার ব্রাজিলের নবম শিরোপা। কলম্বিয়ার মেয়েদের দুর্ভাগাই বলতে হবে। এ নিয়ে সর্বশেষ পাঁচ আসরের মধ্যে চারবারই তারা রানার্সআপ হলো!
আপনার মতামত লিখুন :