Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

হোমনার ওসিকে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান


দৈনিক পরিবার | মো. তপন সরকার মে ১২, ২০২৩, ০১:৪৯ পিএম হোমনার ওসিকে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান

কুমিল্লার হোমনায় অভিযানিক দলকে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরষ্কার পেয়েছেন হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১১ মে) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার উক্ত কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরষ্কারের সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র তুলে দেন। উল্লেখ্য যে, গত মার্চ মাসে পৃথক অভিযান চালিয়ে ২১০ কেজি গাঁজা ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ৪ টি প্রাইভেটকার উদ্ধার ও ১৭ জন আসামি গ্রেফতার করায় অভিযানিক দল হিসেবে হোমনা থানাকে পুরস্কার ভুষিত করে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ প্রদান করেছিলেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাইফুল ইসলাম বলেন, যে কোনো পুরস্কার কর্মস্পৃহা বৃদ্ধি করে আমি মনে করি। এ পুরস্কার পুলিশ সদস্যদের ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং কুমিল্লা পুলিশ সুপারকে হোমনা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

Side banner