Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৮:০৪ পিএম ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, বিআরডিবি অফিসার মাহামুদুল হাসান, সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ। 
এসময় উপজেলার সকল দপ্তরের প্রধানগণসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর একই স্থানে উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা, ইনোভেশন সংক্রান্ত কমিটির সভা, আইসিটি সংক্রান্ত কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষন উপজেলা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

Side banner