Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

লালমনিরহাটের সোলার ল্যাম্প বিতরণ 


দৈনিক পরিবার | মো. শরিফুল ইসলাম সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:৪৪ পিএম লালমনিরহাটের সোলার ল্যাম্প বিতরণ 

“মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটিফুল লালমনিরহাট এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রত্যন্ত চর এলাকায় বিউটিফুল লালমনিরহাটের সোলার ল্যাম্প বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিউটিফুল লালমনিরহাট সংগঠনের পক্ষ থেকে চর ফলিমারী এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সোলার ল্যাম্প বিতরণ করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে বিনামূল্যে  রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চর ফলিমারী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-লালমনিরহাট) ফজলুল হক, ব্লাড ডোনেশন সোসাইটি অফ লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলহাজ উদ্দিন ও সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সোলার ল্যাম্প অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষ নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেন।

Side banner