Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

মোহনপুরে এসিল্যান্ড জোবায়দা সুলতানা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে 


দৈনিক পরিবার | মো. ফয়সাল হোসেন সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৩৮ পিএম মোহনপুরে এসিল্যান্ড জোবায়দা সুলতানা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে 

রাজশাহীর মোহনপূর উপজেলার এসিল্যান্ড জোবায়দা সুলতানা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদটি শূন্য থাকায় অতিরিক্ত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা তত্ত্বাবধান দায়িত্বে একাই সামাল দিচ্ছেন সকল দাপ্তরিক কার্যক্রম। 
উপজেলায় ইউএনও না থাকায় সরকারের বিধিমালা অনুযায়ী সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে উপজেলা পরিষদের প্রধান, আবারও কেশরহাট পৌরসভার প্রশাসক, ইউনিয়ন পরিষদ সহ সকল দাপ্তরিক কাজকর্ম দক্ষতার সাথে একাই দেখভাল করছেন। তিনি ৩৮ তম বিসিএস মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা। 
ভারপ্রাপ্ত ইউএনও জোবায়দা সুলতানা মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২৪ সালের ৯ জুন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ইউএনও না থাকায় উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। প্রমোশন নিয়ে বদলি জনিত কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অন্যত্র বদলি হয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। তাঁর বিদায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো এই উপজেলায় কাউকে পদায়ন করা হয় নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে (ভারপ্রাপ্ত) ইউএনওর দায়িত্ব পালন করছেন জোবায়দা সুলতানা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রায় ৩টি পদে বহাল থেকেও  উপজেলার বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জড়িত আছেন। এ ছাড়াও বর্তমান সময়ে তিনি উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্বও পালন করছেন। ইউএনও না থাকায় এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করছেন ভারপ্রাপ্ত (ইউএনও) জোবায়দা সুলতানা।
মোহনপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জোবায়দা সুলতানা বলেন, একজনের পক্ষে এতগুলো দায়িত্ব পালন করা আসলেই কঠিন। তারপরও আমি সকলের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি। এই উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। তবে উপজেলায় ইউএনও পদায়ন করা হলে ভালো হতো। 
উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণরা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গরা বলেন, জোবায়দা সুলতানা একজন বিনয়ী, নম্র ও সদা হাস্যজ্বল ভালো মানুষ, তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবে এটাই আশাবাদী।

Side banner