লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহফুজুর রহমান, শায়খুল হাদিস মুফতি ফজলুল করিম শাহারিয়া, আলহাজ্ব মোকসেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশে প্রথম রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, ভোট ডাকাতির গণভোটে প্রেসিডেন্ট হয়েছেন, আওয়ামী লীগ বারে বারে দেশে ভোটচুরি ও জালভোটের নির্বাচন করেছে। ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারি সরকার ব্যবস্থা গড়েছে। পিআর পদ্ধতির নির্বাচন হলে এই কারচুপি জালিয়াতির পথ বন্ধ হয়ে যাবে। তাই বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ সরকার গঠনের মধ্য দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।
বক্তারা বলেন, বর্তমান আসনভিত্তিক নির্বাচন ব্যবস্থা গত ৫০ বছর ধরে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী সরকারের জন্ম দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিদ্যমান সংবিধান বাতিল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ছাড়া জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। পিআর পদ্ধতি আদায়ে ইসলামী দলগুলোর নেতৃত্বে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মৌলভী আজহারুল ইসলাম।
বিশাল সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আপনার মতামত লিখুন :