ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে খাল্লা উচ্চ বিদ্যালয়ে পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাল্লা উচ্চ বিদ্যালয়টি ১৯২৪ সালে মৌলানা আবদুল বারী প্রতিষ্ঠা করেন। শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে। এ বছরও যেখানে বোর্ডের ফলাফল ৬৮% সেখানে বিদ্যালয়ে ফলাফল ৭৬%।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। খাল্লার কৃতি সন্তান নাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
তিনি তার বক্তব্যে বলেন, মানুষ মানেই শিক্ষিত মানুষ হওয়া নয়, মানুষ মানেই মানবিক মানুষ হওয়া।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠান যদি আপনার সন্তানের ভালো ফলাফল করার দায়িত্ব ৬০% নিতে পারে, আপনারা কেন ৪০% দায়িত্ব পালন করতে পারবেন না। সবাই সকল সন্তানদের ভালো ও মানবিক মানুষ হতে সহযোগিতা করব। আমরা সবাই মানবিক মানুষ হবো।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান সজিব, সাউথ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী আজাদ, প্রাইম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাইনুদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, শিক্ষক বিউটি আক্তার প্রমুখ।
পুরস্কার বিতরণের পূর্বে ক্ষুদে শিক্ষার্থীরা নৃত্যে অংশগ্রহণ করে। নৃত্যের পরপরই মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :