Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেতাগীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. খায়রুল ইসলাম বিশ্বাস ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১২:০০ পিএম বেতাগীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে, আলোচনায় অংশ গ্রহণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, বিবিচিনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খান, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ফকির, কাউন্সিলর জিয়াউল রহমান, আব্দুল মান্নান হাওলাদার, বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদার প্রমুখ।
মুক্ত আলোচনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বরগুনা জেলা সদর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, চুরি, ডাকাতি, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।

Side banner