Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | জামাল কাড়াল মার্চ ২৭, ২০২৪, ০৯:০১ পিএম বরিশালে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিভাগীয় প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ বরিশালের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম।
এ সময় তিনি পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা, সার্বিক আইন শৃঙ্খলা ও  নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবা, অতিরিক্ত ভাড়া আদায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক যানজট নিরসন, মেডিকেল টিম প্রস্তুত রাখা, ব্যাংকিং সেবা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, নির্বিঘ্নে  ঈদের জামায়েত আয়োজন, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ার ও যাত্রী সেবা নিশ্চিত করা সহ সম্ভাব্য সকল বিষয়ে সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল প্রতিনিধি, সিভিল সার্জন বরিশাল প্রতিনিধি, র‌্যাব-০৮ বরিশাল প্রতিনিধি, বিসিসি বরিশাল প্রতিনিধি, গণমাধ্যম, নৌ-পুলিশ বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, নৌ-নিরাপত্তা বিআই ডব্লিউ টি এ বরিশাল প্রতিনিধি, বিআরটিএ বরিশাল প্রতিনিধি, ফায়ার সার্ভিস, বরিশাল প্রতিনিধি, কোষ্ট গার্ড বরিশাল প্রতিনিধি, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতি বরিশাল, লঞ্চ শ্রমিক সমিতি বরিশাল, বাস মালিক সমিতি নথুল্লাবাদ বরিশাল, বাস মালিক সমিতি নথুল্লাবাদ, বাস মালিক সমিতি রূপাতলী সহ  সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধি ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

Side banner