Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ


দৈনিক পরিবার | মো. রিপন মিঞা জুন ২৪, ২০২৪, ০৯:১৬ পিএম কুড়িগ্রামে তিনদিন ব্যাপী শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ

বাংলাদেশ সরকারের ২০৪১ সাল রুপরেখা অর্জনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আইসিটি সহ মাল্টিমিডিয়ার বিষয়ক ৩দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এতে কুড়িগ্রাম সদর উপজেলার ৩শত সহকারী শিক্ষককে এই প্রশিক্ষণে আওতায় নিয়ে আসা হয়।
বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন ফলে তাদের কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক ধারণা অর্জন করেন। গত ২২ শে জুন থেকে ২৪ শে জুন পর্যন্ত  কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সহকারী শিক্ষক সাজ্জাদুল ইসলাম বলেন, আমি অন্য বিষয়ের শিক্ষক হলেও এই তিনদিনের বেসিক কোর্সে অংশগ্রহণ করে আইসিটি ও মাল্টিমিডিয়া বিষয়ে বেশ ধারণা লাভ করছি। এতে আমার আগামী দিনের পাঠ সহজ করার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করবে।   
মাস্টার ট্রেইনার রোকনুজ্জামান বলেন, ইন হাউস প্রশিক্ষণের ম্যানুয়াল অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কোর্স অনুযায়ী সময় একটু বেশি দেওয়ার প্রয়োজন ছিল। তবে অনেকেই মনোযোগী থাকার কারণে কোর্স পরিচালনা করতে অনেক সুবিধা হয়েছে। ইনশাল্লাহ সকল শিক্ষক এ বিষয়ে ভালো করবেন।
জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট শিক্ষক তৈরির জন্য এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে। ইন হাউজ প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনারা যা শিখলেন তা আপনার ব্যক্তি জীবন এবং শিক্ষার্থীর জন্য কল্যাণ বয়ে আনবে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষককে একটি করে সনদ বিতরণ করা হয়।

Side banner