Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

হেলিকপ্টার বিধ্বস্তে ঘানার দুই মন্ত্রী নিহত


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ০৮:০০ এএম হেলিকপ্টার বিধ্বস্তে ঘানার দুই মন্ত্রী নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। এ সময় এ দুর্ঘটনা ঘটে। তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারটি দেশটির দক্ষিণাঞ্চলের একটি বনাঞ্চলে আছড়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজ মোবাইলে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি গভীর জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে।
পরবর্তীতে জানা যায়, ওই হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।
চলতি বছরের জানুয়ারিতে ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জন মাহামা। তার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান এডওয়ার্ড ওমানে বোয়ামাহ। অপরদিক ৫০ বছর বয়সী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন।
ঘানার সংবাদমাধ্যম জানিয়েছে, অবৈধ খনি বিষয়ক একটি ইভেন্টে যোগ দিতে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। কিন্তু পথিমধ্যে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।
সূত্র: এএফপি

Side banner