Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

কুমিল্লা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক অক্টোবর ১২, ২০২৫, ০৮:১৯ পিএম কুমিল্লা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের

বছর দুয়েক বা তারও বেশি সময় পর প্রবাসীরা কর্মজীবন থেকে প্রশান্তির জন্য স্বল্পকালীন ছুটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসেন। কিন্তু বাংলাদেশে পূর্ব ঘোষণা ছাড়া রাজনৈতিক দলগুলোর সড়ক বন্ধ করে কর্মসূচি পালন এবং বিভিন্ন সংগঠনের দাবি আদায়ে সড়ক অবরোধ, ভাঙচুর, যানজট, নির্জন স্থানে ডাকাতিসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতির শিকার হন প্রবাসীরা।
যাতায়াতে এ ধরনের ভোগান্তি এড়াতে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা বিমানবন্দরে বিমান চলাচল দাবি আদায় কমিটি, কুয়েত।
শনিবার (১১ অক্টোবর) কুয়েতের আব্বাসিয়ায় একটি হোটেলে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনীর কুয়েত প্রবাসীরা কুমিল্লা বিমানবন্দরে প্রয়োজনীয় জরুরি সংস্কার করে দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি জানান। যাতে করে কুমিল্লাসহ আশপাশের জেলার প্রবাসীরা নিরাপদে পরিবার-প্রিয়জনের কাছে পৌঁছাতে পারেন।
অর্থনৈতিক জোন, ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য কুমিল্লা গুরুত্বপূর্ণ স্থান। সে বিবেচনায় যাতায়াতের সুবিধার্থে এবং ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর চাপ কমাতে কুমিল্লা বিমানবন্দর সচল করে দ্রুত ফ্লাইট পরিচালনার দাবি জানান ছয় জেলার প্রবাসীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠন আ ক ম আজাদ, কমিটির উদ্যোক্তা কামাল হোসেন, সাংবাদিক আমির হোসেন, আবুল কাসেম, হাজী ইউনুস মাহমুদ, মহিউদ্দিন মজুমদার, মো. রওশন আলী, বিল্লাল পাটোয়ারী, আরিফ হোসেন, আব্দুস সালাম মুন্সি, আবু তারেক প্রমুখ।

Side banner