Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

গৃহায়ণ কর্তৃপক্ষকে দেশব্যাপী পার্টনারশিপে কাজ করার পরামর্শ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৫, ০১:৪২ পিএম গৃহায়ণ কর্তৃপক্ষকে দেশব্যাপী পার্টনারশিপে কাজ করার পরামর্শ

গৃহায়ণ কর্তৃপক্ষকে দেশব্যাপী পার্টনারশিপে কাজ করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এ পরামর্শ প্রদান করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিকেন্দ্রীকরণের জন্য পার্টনারশিপে যেতে পারে। আমার পরামর্শ হলো পুরো দেশে আপনাকে ফ্ল্যাট বানাতে হবে না, আপনারা ব্যাংকের সঙ্গে, লোকাল গভর্নমেন্টের সঙ্গে, লোকাল অথরিটির সঙ্গে পার্টনারশিপে যান। এ ছাড়া রিহ্যাবের সঙ্গেও পার্টনারশিপের কথা ভাবতে পারেন, রিহ্যাব শুধু ঢাকা শহরেই ফ্ল্যাট বানাবে না, তাদের সাথে পার্টনারশিপে গিয়ে পুরো দেশেই ফ্ল্যাট বানানোর কাজ করতে পারেন। 
তিনি বলেন, আমরা এক বছর একটি কাজ করে দেখতে পারি, এ বছর যারা নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন.... ডিসিদের সঙ্গে যোগাযোগ করে তাদের একটি তালিকা তৈরি করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করি তাদের জায়গাতেই কিভাবে তাদের আবার পুনর্বাসন করা যায়। 
তিনি বলেন, বস্তিতে কোনো বসতি নয়, মানুষ যেন বস্তিবাসী না হয় সেই উদ্যোগটা আমরা নিতে পারি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যান্ডেটটা এভাবে চিন্তা করা যায় কি না— যেখানেই সমস্যা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই পুনর্বাসন করুন। আমাদের বিপুল পরিমাণে খাস জমি কিন্তু দখল এবং অব্যবহৃত রয়ে গেছে। এই খাস জমিগুলোতে আপনারা পার্টনারশিপের মাধ্যমে বাসস্থানের প্রকল্পগুলো করতে পারেন কি না। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Side banner