Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভলপমেন্টের সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:২৮ পিএম যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভলপমেন্টের সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর বার্মিংহ্যামের ইকবাল ব্যানকুইটিং হলে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টিার আতাউর রহমান। সাধারণ সম্পাদক খসরু খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুর রশিদ।
দুই পর্বে অনুষ্ঠিত সভায় জিএসসির প্রতিটি রিজিওন ও শাখা থেকে কয়েকশ  নেতা ও ডেলিগেট অংশগ্রহণ করেন। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক খসরু খান এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারার সালেহ আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে উভয় প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হোস্ট রিজিওনের সভাপতি ফিরোজ খান। বক্তব্য রাখেন— জিএসসির সাবেক চেয়ারপার্সন মনছব আলী জেপি ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর্জা আসাদ বেগ, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন আখলাকুল আম্বিয়া রাবেল, চেস্টারের নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনের কাউন্সিলর সালেহ আহমদ, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন রাজিব বাসিত, নর্থ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন মীর্জা আসকির বেগ, দ্য সাউথ রিজিওনের চেয়ারপার্সন আজাদ মিয়া, নর্থ রিজিওনের চেয়ারপার্সন নেছার আলী, স্কটল্যান্ড রিজিওনের সেক্রেটারি মো. আতাউর রহমান।
সভায় দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনার ব্যারিস্টার আবুল কালাম, কাউন্সিলর সদরুজ্জামান খান ও আব্দুর রশীদ নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় চেয়ারপার্সন পদে সালেহ আহমদ, সাধারণ সম্পাদক পদে ফিরোজ খান ও ট্রেজারার পদে আরজু মিয়া এমবিইসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় এ ছাড়াও উপস্থিত ছিলেন এ.এফ.এম. চুন্নু, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন এম. এ আজিজ, আবদুর রাজ্জাক, আলহাজ তওফিক আলী মিনার, জাকি মস্তফা টুটুল, মাসুক মিয়া, সাবেক কেন্দ্রীয় ট্রেজারার এনামুর রহমান, এম এ গণি, নর্থ ইস্ট রিজিওনের সেক্রেটারি সৈয়দ শরীফ আহমদ, আবুল কালাম, আব্দুল মালিক কুটি, আবুল কালাম মুমিন, সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারী সুফি সুহেল আহমদ ও ট্রেজারার মো, আবুল মিয়া, জিএসসির সাউথ ইস্ট রিজনের মহিলা সম্পাদিকা ইমদাদুন খান , দ্য সাউথ রিজিওনের সেক্রেটারি দারা হোসেন পলাশ, নর্থ ওয়েস্ট রিজিওনের সেক্রেটারি জিলু রহমান, নর্থ রিজিওনের সেক্রেটারি নূরে আলম রব্বানী, পরস মাউট সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র আবদুল কাদির, ফজলুল করিম চৌধুরী, জসিম উদ্দিন, সফু মিয়া, সাব্বির চৌধুরী, শিকার আহমদ, এম.এ আউয়াল, মিছবাহ কামাল, রুহুল আমিন, আয়শা চৌধুরী, রুবেনা বেগম, শায়লা খান, জেরিন সুলতানা, সৈয়দ জিল্লুল হক, সালেহ আহমদ, এড. মুমিন আলী, শাহ সাইদুর রহমান, আবদুল আহাদ, মুজিবুর রহমান রাসেল, খায়রুল হোসেন, সিরাজুল আমিন তারাফদার, মো. আবদুল হান্নান, মুহিত মিয়া, শাহ আজমান আলী, মোঃ মফিদুল গণি মাতাব, নুর আহমদ, মোক্তার আহমদ, জগম্বর আলী, আবাব মিয়া, দিলবর আলী, মজির উদ্দীন প্রমুখ ।
সভায় বক্তারা জিএসসি কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটিকে সহযোগিতা করার আহ্বান জানান।

Side banner