ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উপজেলা শাখার উদ্যোগে গীতা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় পূর্ব কামারগ্রাম ও আমগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতা বিতরণ করা হয়। পাশাপাশি গীতা পাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শুভ্র কর্মকার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি প্রসংজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক পুলক সাহা, মন্দির কমিটির সভাপতি কল্যাণ কুমার দাস, সেক্রেটারি ডা. মানিক দাস, হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক পার্থ সাহা ও সিপ্ত কীর্তনিয়া।
সভাপতি শুভ্র কর্মকার বলেন, হিন্দু ধর্মের জ্ঞান আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গীতা বিতরণ ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
সেক্রেটারি প্রসংজিত সরকার বলেন, হিন্দু ধর্মের প্রসার ও উন্নয়নে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :