Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

দেড় মাস বিরতির পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু


দৈনিক পরিবার | প্লাবন শুভ আগস্ট ১০, ২০২৫, ০২:৪২ পিএম দেড় মাস বিরতির পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ১৪০৬ নম্বর কোল ফেইস থেকে গত শনিবার (৯ আগস্ট) সকালে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।
খনির ১৩০৫ নম্বর কোল ফেইসের মজুদ শেষ হয়ে গেলে গত ২৩ জুন থেকে উত্তোলন বন্ধ রেখে নতুন ফেইসে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়। প্রায় দেড় মাসের এই প্রস্তুতিমূলক কাজ শেষে শনিবার সকাল থেকে নতুন ফেইসের ভূগর্ভে উৎপাদন শুরু হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪০৬ নম্বর কোল ফেইস থেকে ৩ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ১৩০৫ নম্বর ফেইসে কয়লা উত্তোলন শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত মোট ৫ লাখ ১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মোহাম্মদ জাফর সাদিক বলেন, নতুন ১৪০৬ নম্বর ফেইসে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেইস থেকে যন্ত্রপাতি সরিয়ে মেইনটেন্যান্স শেষ করার পর আজ থেকে উত্তোলন শুরু হয়েছে। শুরুতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে, পরে তা গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টনে উন্নীত হবে।
তিনি আরও জানান, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লা মূলত পার্শ্ববর্তী ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে সরবরাহ করা হবে, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত রাখা যায়। 

Side banner