শারদীয় দুর্গাপূজার আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে শারদীয় উৎসবের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের শারদীয় দুর্গাপূজার বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।
ক্রেতারা বলেন, সাধ্য মতো নিজের ও পরিবারের সদস্যদের কেনাকাটা করার চেষ্টা করছি। এতে সবার মনে যেন শারদীয় দুর্গাপূজার আনন্দ পৌছে যায়।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি পৌরসভার হাট-বাজারে শারদীয় দুর্গাপূজার উৎসবের ধুম লেগেছে।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৬৭টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১শত ৬১টি, আদিতমারী উপজেলায় ১শত ১৪টি, কালীগঞ্জ উপজেলায় ৯১টি, হাতীবান্ধা উপজেলায় ৭১টি, পাটগ্রাম উপজেলায় ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।
আপনার মতামত লিখুন :