Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা 


দৈনিক পরিবার | শাহিন নুরী সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২৭ পিএম গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। 
গাইবান্ধা ভেরামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় নৌকা বাইচ দেখতে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার মানুষ উপচেপড়া ভীড় করে। 
নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। 
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন, মো. এনামুল হক, হায়দার আলী, মো. সেলিম প্রামাণিক, আব্দুর রহমান প্রমুখ। 
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়। বাইচ প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল সার্বক্ষনিক ফ্রি চিকিৎসা প্রদান করে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শেষে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তুলে দেয়া হয়। এছাড়া বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেয়া হয়। 
উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Side banner