Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

নিয়ামতপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ 


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:২২ পিএম নিয়ামতপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ 

নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গা পূজা পালন উপলক্ষ্যে “এসো পাশে দাঁড়ায়” সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ৩৫ জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। 
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। 
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র পরিষদের সভাপতি অরুপ কুমার দাস, সাধারণ সম্পাদক হৃদয় দাস, দপ্তর সম্পাদক সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র, উপদেষ্টা মন্ডলীর সদস্য ভীম চন্দ্র, মানিক রামদাস, ভূপেন বর্মন, সঞ্জয় দাস প্রমূখ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, উৎসবের আনন্দ সকলের সাথে মিলে করতে হয়। সমাজে এমন উদ্যোগ নিতে পারলে সকলে মিলে আনন্দ-উৎসব করা সম্ভব। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানান হিন্দু ছাত্র পরিষদের সদস্যরা।

Side banner