Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মাসুদ সরকার সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:৫৮ পিএম ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামীর ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ধামইরহাট ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে সভাপতিত্ত করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলার নায়েবে আমীর, ধামইরহাট-পত্নীতলা এলাকার এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা আমানুল্লাহ, নায়েবে আমীর আঃ আজিজ, উপজেলা সেক্রেটারি রেজোয়ান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সালেহ মুসা মুন্না, ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন, হেরার কাফেলা সাহিত্য-সাংকৃতিক সংসদের প্রধান শিল্পি আঃ মুমিন। 
বক্তাগণ কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী ৫ দফা দাবির পক্ষে কঠোর হুসিয়ারি উচ্চারণ করেন। 

Side banner