খুলনার বটিয়াঘাটা বাজার চত্বরে বাংলাদেশ জামাত ইসলামি বটিয়াঘাটা শাখার উদ্যোগে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবি হলো ১ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ২ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, ৩ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করা, ৪ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতনের ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা নায়েবে মাওলানা আমির আশরাফ আলী, পরিচালনা করেন থানা সেক্রেটারি আব্দুল হাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন গোলদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, লবণ চরা থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, যুব বিভাগের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, ২ নং ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ৪ নং সভাপতি ইয়াসিন আরাফাত ৬নং সভাপতি মাওলানা নাজমুল, ৫ নং সেক্রেটারি মাওলানা একরামুল।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহস্রাধিকের অধিক লোক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাজার থেকে শুরু করে থানার মোড়ে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :