Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ধর্মের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি: এড. মনা


দৈনিক পরিবার | শেখ শাহরিয়ার সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:৫০ পিএম ধর্মের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি: এড. মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো পার্থক্য থাকবে না। দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
রবিবার (২৮ অক্টোবর) কয়লাঘাট পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. মনা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। এ দেশে আমার যেমন জন্ম, আপনাদেরও তেমন। দেশের সকল সুযোগ-সুবিধা পাওয়ার, শান্তিতে বসবাসের, ব্যবসা-বাণিজ্য করার অধিকার আমার যেমন আছে, আপনাদেরও তেমন আছে। এখানে কাউকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বেগম রেহেনা ইসা, বদরুল আনাম খাঁন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দীপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, পূজা উদযাপন ফ্রন্টের মহানগর সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, কয়লাঘাট কালীবাড়ি মন্দিরের সভাপতি অভিজিৎ দাস লবি ও সাধারণ সম্পাদক দীপক কুমার দত্তসহ স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
পরে তিনি দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন।

Side banner