Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

গাইবান্ধায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | শাহিন নুরি  সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:২৩ পিএম গাইবান্ধায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় পর্বের খেলা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় গাইবান্ধা জেলা বনাম কুড়িগ্রাম জেলা অংশগ্রহণ করে। 
খেলায় প্রথমে কুড়িগ্রাম জেলা দল এক গোল করলে জবাবে গাইবান্ধা জেলা দল তিন গোল করে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করে। 
এ সময় খেলা দেখার জন্য প্রধান অতিথি হিসাবে কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। 
খেলা শেষে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গাইবান্ধা জেলা দলের খেলোয়াড় অধিনায়ক জিয়নকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করেন। গাইবান্ধা জেলা জয়ী দলকে দশ হাজার টাকার চেক প্রদান করেন।
উল্লেখ্য যে দেশ জুড়ে ফুটবলের আনন্দ ছরিয়ে দিতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথ উদ্যোগে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ “তারুণ্যের উৎসব” নামে পরিচিত এই ফুটবল আসরের আয়োজন করেছে। 
ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথ উদ্যোগে আয়োজন করেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ “তারুণ্যের উৎসব” নামে পরিচিত  দেশের ৬৪ জেলা ছড়িয়ে দিতে গত ৩০শে আগস্ট মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারা দেশে একই সময়ে ১৬টি ভিন্ন ভেন্যুতে এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৬৪টি জেলাকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই মাসের শহীদদের নামানুসারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের জন্য প্রায় ১৮ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ কোটি টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ ৫ কোটি টাকা এবং বাকি ৮ কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যোগান দিচ্ছে।খেলাটির সার্বিক আয়োজন নিয়ে সাবেক খেলোয়াড় ও কোচেরা আশাবাদী। তারা মনে করছেন, এই ধরনের উদ্যোগ কিশোর-যুবকদের মাঠমুখী করবে এবং মন্দ কাজ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে।

Side banner