Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

নির্বাচকের চাকরি ছাড়লেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:২৯ পিএম নির্বাচকের চাকরি ছাড়লেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। শনিবার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন তিনি। যদিও ক্রিকেটের সঙ্গেই থাকছেন সাবেক এই ক্রিকেটার। এবার সংগঠক হিসেবে দেখা যেতে পারে তাকে।
জানা গেছে, আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াই করতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন তিনি।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটে ছিলেন রাজ্জাক। আজ দুপুরে সিলেট থেকে ঢাকায় এসেছেন তিনি। ঢাকায় এসে বিসিবি ভবনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এরপর সিদ্ধান্ত নেন নির্বাচকের পদ ছাড়ার।
রাজ্জাকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যে তিনি বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কাজ। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ।
এ কারণে সকাল থেকে বেশ উৎসবমুখর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ। দুপুর দেড়টা পর্যন্ত বেশ কিছু ফর্ম ক্রয় করেছেন কাউন্সিলররা।

Side banner