Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বোয়ালমারীতে ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | মোহাম্মাদ ইমরান সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:০৭ পিএম বোয়ালমারীতে ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা শূরা সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। 
তিনি বলেন, যারা ৫৪ বছর দেশ শাসন করেছে তারা জনগণকে হতাশ করেছে। স্বাধীনতার প্রায় একই সময়ে মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জন করলেও তারা আজ উন্নত দেশের কাতারে; অথচ বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। জনগণ আর তাদের চায় না। আগামীতে দেশ শাসন করবে জামায়াতে ইসলামী, ইনশাআল্লাহ।
অন্যান্য বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দীন, পৌর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, পৌর জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Side banner