Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:৩৪ পিএম কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। 
তিনি বলেন, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা ছাড়াও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারকে ২০২৪ সালের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Side banner