Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

রাজারহাটে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ডিলারের জরিমানা


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:৪৫ পিএম রাজারহাটে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ডিলারের জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
মোবাইল কোর্টে শাওন ট্রেডার্সের মালিক মো. ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশে জানানো হয় সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম দাবি করে বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তবে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারে অভিযোগ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এখন আমরা ন্যায্যমূল্যে সার পাবো, এতে আমাদের উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে।
কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে আরও ঘন ঘন এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner