Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

কৃষকের স্বার্থে রাজারহাটে দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন  সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৪ পিএম কৃষকের স্বার্থে রাজারহাটে দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কৃষকের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
চাকিরপশার পাঠক মৌজার মালিপাড়া গ্রামের বাসিন্দা হামিদ উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৫২) নিজ বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের নকল সার ও কীটনাশক প্রস্তুত ও বাজারজাত করছিলেন-এমন গোপন সংবাদ পেয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পুলিশ মোতায়েন করা হয়। 
পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এসময় ৪০ বস্তা নকল সার ও ২০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।
নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছিল। এবার তাকে দ্বিতীয়বার আর্থিক জরিমানার মুখোমুখি হতে হলো।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকের ক্ষতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, দিনভর এই অভিযানে আমরা খুশি হয়েছি। নকল সার ও কীটনাশকের কারণে ফসল নষ্ট হয়ে যেত। এবার আশা করছি এ ধরনের অপকর্ম বন্ধ হবে।

Side banner