Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

রাজারহাটে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:০১ পিএম রাজারহাটে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি খাজা মঈন উদ্দিন কুটিয়াল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী গোলজার হোসেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র সভাপতি মাস্টার মো. রুহুল আমীন, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপদেষ্টা এডভোকেট আহাম্মদ আলী, জেলা সেক্রেটারী ইমরান বিন সোলায়মান, উপজেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে সমাজের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংবর্ধনা ও উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী গ্রহণ করেন।

Side banner