Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:১২ পিএম পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তারা নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরাতন সোনালী ব্যাংক চত্বর এবং জামায়াতে ইসলামী তিস্তা রোডস্থ অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী, অধ্যক্ষ খলিলুর রহমান, শুরা সদস্য ও কর্মপরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের জাকারিয়া। 
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য দেন মাওলানা ইউনুস আলী, মুফতি আব্দুর রহমান ও মাওলানা আবু তালেব প্রমুখ।

Side banner