প্রায় ১৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর ওলামাদলের কমিটির কর্মী সভা ও আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ.কে.এম মুসা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা।
উদ্বোধক ছিলেন জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা মো. ইসহাক মিয়া। আর প্রধান আলোচক ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. ইয়াহ ইয়া মাছউদ। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুল হক ভূইয়া অপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি।
সভা শেষে উপজেলা ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক মনোনীত হন মাওলানা মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব ক্বারী ফয়সল আহমেদ অভি।
১৫ সদস্য বিশিষ্ট বাঞ্ছারামপুর পৌর শাখার মাওলানা মোবারক হোসেনকে আহবায়ক ও মাওলানা বিল্লাল হোসেন কে সদস্য সচিব করা হয়।
আপনার মতামত লিখুন :