Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

গোবিন্দগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | শাহিন নুরী সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০৯ পিএম গোবিন্দগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকার হিন্দুপাড়ার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
মৃত সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের ইসলাম মাঠের পাড় গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। 
স্থানীয়রা জানায়, দুপুরে সুমন মিয়ার মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। মৃত সুমন মাদকাসক্ত ছিল, প্রায়ই চুয়ানি মদ খেয়ে মাতলামি করতো। হয়তো মদ খেয়ে ডোবায় পড়ে মারা গেছে। 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত সুমন মিয়া মৃগী রোগী ও সে নেশার সাথে জড়িত ছিল। স্থানীয়রা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তার মরদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Side banner