Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
বিদ্যানন্দ সেবা সংস্থার উদ্যোগে

রাজারহাটে রতিগ্রাম-মনঃশ্বর সড়কের সংস্কার সম্পন্ন


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন অক্টোবর ১০, ২০২৫, ০৬:১৬ পিএম রাজারহাটে রতিগ্রাম-মনঃশ্বর সড়কের সংস্কার সম্পন্ন

দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম মেডিকেল মোড় থেকে মনঃশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী পাকা রাস্তা অবশেষে মেরামত করা হয়েছে। 
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ সেবা সংস্থার উদ্যোগে রাস্তার বিভিন্ন স্থানের গর্ত ও ভাঙাচোরা অংশে ইট-বালু ফেলে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এ সময় বিদ্যানন্দ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এরশাদুল হক, কোষাধক্ষ আকতারুজ্জামান আবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন সরকার, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মাইদুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদস্য মো. জুয়েল রানা, লিখন সরকার, নাঈম মিয়া, মোহাম্মদ সজীব রানা, রাসেল মিয়া, জাকারিয়া ইসলাম জীবনসহ সংগঠনের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সড়কটি মেরামত হওয়ায় এখন তাদের চলাচলে স্বস্তি ফিরেছে।
সভাপতি মো. এরশাদুল হক বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা। স্থানীয়দের কষ্ট দেখে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামত করেছি। ভবিষ্যতেও মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকতে চাই।

Side banner