Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

মেহজাবীনের পোস্টে বাজে মন্তব্য


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ৪, ২০২৫, ১২:২১ পিএম মেহজাবীনের পোস্টে বাজে মন্তব্য

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন, আবার কখনো নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলোও তুলে ধরেন। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।
এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার, ডিপফেইক বৃদ্ধির মতো বিষয়ে জনসচেতনতার বার্তা দিয়েছেন মেহজাবীন। এবারের বিষয়টি খানিক ভিন্ন; নেটিজেনদের বাজে ভাষা এবং অশ্লীল মন্তব্য নিয়ে তিনি সরাসরি ক্ষুব্ধ।
শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। 
শেষে প্রশ্ন রেখে মেহজাবীন বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’
অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও কোনো মন্তব্যঘরে কোনো মন্তব্য দেখা পড়েনি। কারণ, মন্তব্যঘরটি বন্ধ রেখেছেন অভিনেত্রী। তবে কী প্রসঙ্গে পোস্টটি লিখেছেন মেহজাবীন, তা স্পষ্ট করেননি।
 

Side banner