Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

কানাডায় প্রিমিয়ার হবে অভিবাসন নিয়ে নির্মিত সিনেমা ‘শেকড়’


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ৫, ২০২৫, ০১:২৩ পিএম কানাডায় প্রিমিয়ার হবে অভিবাসন নিয়ে নির্মিত সিনেমা ‘শেকড়’

প্রসূন রহমান পরিচালিত সিনেমা ‘শেকড়’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে কানাডার টরন্টোতে। আগামী ১৮ অক্টোবর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে সিনেমাটি প্রদর্শিত হবে। অভিবাসন, আত্মপরিচয় ও শেকড়ের টানে ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। 
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরীসহ অনেকে। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান।
বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
জানা গেছে, দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া। ১৮ অক্টোবর এই উৎসবে শেকড় সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন প্রসূন রহমান। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে উৎসবে উপস্থিত থাকবেন নির্মাতা।

Side banner