Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

নরেন্দ্র মোদির পা ছুঁয়ে যা বললেন ঐশ্বরিয়া রাই বচ্চন


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ২০, ২০২৫, ১০:৪৮ এএম নরেন্দ্র মোদির পা ছুঁয়ে যা বললেন ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের এক আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ছিলেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঐশ্বরিয়া মোদির পা ছুঁয়ে প্রণাম করেন, এরপর সেই গুরু ও নিজের জাতপাত নিয়ে বক্তব্য দেন।
ঐশ্বরিয়া জানিয়েছেন, তিনি শুধুমাত্র একটি ধর্ম ও একটি জাতকেই বিশ্বাস করেন, আর সেটি হলো মানবতা ও ভালোবাসা। 
ঐশ্বরিয়া বলেন, ‘আমি মনে করি, মানবতাই সব থেকে বড় ধর্ম। আর ঈশ্বর একটাই, তিনি সর্বত্র রয়েছেন।’ তিনি আরও জানান, সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা।
ঐশ্বরিয়া তার বক্তব্যে মানুষের জীবন গঠনে পাঁচটি এককের ওপর জোর দেন। তিনি বলেন, ‘নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, একাগ্রতা, শ্রদ্ধা এবং বৈষম্যের মধ্যেও ঐক্য- এই পাঁচটি একক দিয়েই মানুষের জীবন গঠিত হয়।’
বিশ্বসুন্দরী হওয়ার পর থেকেই ঐশ্বরিয়া নানা সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। যদিও গত কয়েক বছর তাকে পোশাক নির্বাচন বা চেহারার গড়ন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু কোনো ধরনের নেতিবাচক কথায় মন দিতে চান নি।

Side banner