Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্বপ্নে দেখে ফরম কিনলেন নায়িকা শিমলা


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ২৪, ২০২৩, ০২:৩১ পিএম স্বপ্নে দেখে ফরম কিনলেন নায়িকা শিমলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন শোবিজ তারকা মনোনয়নপত্র ক্রয় করেছেন। তাদের মধ্যে আছেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা। ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান তিনি। সিমলার মনোনয়নপত্র ক্রয়ের কারণটা খানিকটা ভিন্ন। গণমাধ্যমকে নায়িকা জানিয়েছেন, তিনি স্বপ্নে দেখেছেন প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন।
সিমলা বলেন, আমি জানি কথাটা হাস্যকর হবে। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি। তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Side banner